আমরা মুসলমান হিসেবে আরবী ভাষা আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি ভাষা । আরবী ভাষীদের মাঝেই মহান রাব্বুল আলামীন তাঁর প্রিয় হাবীব , শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’কে প্রেরণ করেছেন । এই ভাষার মাধ্যমেই তিনি আপন কালাম “কুর’আনুল কারীম”কে জীব্রাঈল عَلَيْهِ السَّلَام এর মাধ্যমে নিজ রাসূলের صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি সুদীর্ঘ ২৩ বছরে ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছেন । সুতরাং ইসলামী বিধানানুযায়ী একজন মুসলিম বা মুসলিমাহ হিসেবে আরবী ভাষা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম । বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আরবী ভাষা , কোর’আন ও ইসলাম শিক্ষা বিষয়ক ছোটবড় অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে শিক্ষার্থীবান্ধব নয় । কোনটি মানসম্মত হলেও সেটা শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল হওয়ায় শিক্ষা অর্জনে তাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় । আবার কোনটি সাধ্যের মধ্যে থাকলেও তেমন মানসম্মত না বললেই চলে । এসকল যাবতীয় বিষয়াবলী পর্যবেক্ষণ পূর্বক বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একঝাঁক সাবেক ও বর্তমান তরুণ মেধাবী ছাত্রদের সমন্বয়ে শুরু হচ্ছে “রওদ্বাতুল ইলম” নামে অনলাইন্ ভিত্তিক একটি যুগোপযোগী বিদ্যাপীঠ । এটি প্রাথমিকভাবে পরিচালিত হবে ফেসবুক পেজের মাধ্যমে । এতে থাকছে অনলাইন ভিত্তিক তিনটি ভিন্ন-ভিন্ন কোর্স ।
প্রতিষ্ঠানটি কর্ণধার মিশর প্রবাসী মাওলানা মুহাম্মদ আব্দুল মুস্তফা আল আযহারী জানান , আগামী ১লা নভেম্বর থেকে اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ আমরা আনুষ্ঠানিক ভাবে এর ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি । তিনি আরো বলেন- বিশ্বের যে কোন প্রান্তে বসে শিক্ষার্থীরা সরাসরি আমাদের শিক্ষক মন্ডলীর মুখোমুখি হবেন এই ক্লাসের মাধ্যমে । স্কাইপ অথবা ইমুর মাধ্যমে এই ক্লাস অনুষ্ঠিত হবে । এতে মূলত তিনটি ভিন্ন ভিন্ন কোর্স করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা । সেগুলো হচ্ছে যথাক্রমে – এক. এক বছর মেয়াদী আরবী ভাষা শিক্ষা কোর্স – এটি তিনটি সেমিষ্টার ও ১২টি লেভেলে বিভক্ত । প্রতিটি লেভেলে ১৫ ঘন্টা পাঠদান করা হবে । মিশর থেকে আরবী ভাষী অভিজ্ঞ শিক্ষকগন এই কোর্স পরিচালনা করবেন । দুই. কোরআন শিক্ষা কোর্স । এই কোর্সে কায়দা , নাজারা ও হিফজ এই তিনটি বিভাগ থাকছে । অভিজ্ঞ হাফেজ ও ক্বারীগন এই কোর্স পরিচালনা করবেন । এই কোর্সটি ১৫ই নভেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে । তিন. ইসলাম শিক্ষা কোর্স । তাফসির , হাদিস , ইসলামি আক্বায়েদ , ফিকহ ও আরবী ব্যাকরণ সহ মোট পাঁচটি বিষয় নিয়ে এক বছরের এই কোর্সটি সাজানো হয়েছে । اِنْ شَاءَ الله عَزَّوَجَلّ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও অধ্যাপনারত বাংলা ভাষী ইসলামীক স্কলারগণ এই কোর্সগুলো পরিচালনা করবেন । প্রতিটি কোর্স-ই সকলের জন্য উন্মুক্ত থাকবে । পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরও নতুন নতুন কোর্স এতে সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে।”
![]() |
Online Learning |
মহান আল্লাহ তায়ালা সর্ব প্রথম “ইক্বরা” শব্দের মাধ্যমে কোরআন অবতীর্ন শুরু করেছেন যার অর্থ “পড়”। এতেই বুঝা যায় যে, জ্ঞানার্জনের গুরুত্ব অপরিসীম । নবী করীম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’র ঘোষণা যে , কোর’আন ও হাদীসের জ্ঞানীরাই তাঁর উত্তরাধীকারী । যুগে যুগে নবী রাসুলগণ দ্বীনি ইলমের দাওয়াত দিয়েছেন । আওলিয়া-সালেহিনগণ দ্বীনি ইলমের দাওয়াত নিয়ে দেশ-দেশান্তরে গমন করে মানুষকে হেদায়াতের পথে আহবান করেছেন । তাঁদের ভবিষ্যৎ অনুগামী তৈরি করতেই এই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু বলে জানান রওদ্বাতুল ইলম এর কর্ণধার মাওলানা আব্দুল মুস্তফা আযহারী । তিনি এই কার্যক্রমকে গোটা বিশ্বে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চান । তথ্য-প্রযুক্তির এই যুগে দ্বীনি বিষয়গুলোকে সহজ ভাবে মানুষের হাতের নাগালে নিয়ে যেতে চান তিনি ।
তিনি আরো বলেন- ইসলামি মতাদর্শের উপর ভর করে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে । বিশ্বের প্রাচীন ও বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান আল-আযাহার বিশ্ববিদ্যালয় গত ১১০০ বছর যাবত সারা বিশ্বে ইলমের দ্যুতি ছড়িয়ে দিচ্ছে । আল আযহারের কারিকুলাম অনুযায়ী ও আল আযহারের মূলনীতির উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠান ইসলামের খিদমাত করে যাবে বলে তিনি আশাব্যক্ত করেন ।
“রওদ্বাতুল ইলমের”কোর্স সমূহে অংশ নিতে , কোর্সের সকল আপডেট জানতে এবং ইসলামি শিক্ষা মূলক বিভিন্ন পোষ্ট পেতে ফেসবুকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেজের সাথে যুক্ত থাকুন । পেইজের এড্রেস হলো-
https://www.facebook.com/rawdatulilmonline/